কে দেবেন উদীয়মান বাংলাদেশের নেতৃত্ব

৮ নভেম্বর ২০১৬, বাসা থেকে ট্রেনে চেপে ক্লাসে যাচ্ছি টেক্সাসের অন্যতম বড় শহর ডালাস ডাউনটাউনে। ট্রেনের মধ্যে বোঝার উপায় নেই যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। কারো মধ্যেই নির্বাচন নিয়ে আলোচনা বা পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক নেই। একটু পরই ট্রেনটি ইউনিভার্সিটির স্টেশনের কাছে থামল, আমি নেমে ক্লাসের দিকে পা বাড়ালাম।

অল্প সময়ের মধ্যেই ক্লাসে এলেন প্রফেসর ডক্টর ব্র্যান্ডন। তিনি ক্লাসের একপর্যায়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরেই নির্বাচনের ফলাফল দেখার জন্য গুগল সার্চ করলেন। তখন কিছু স্টেটের ফলাফল মাত্র আসতে শুরু করেছে। তখনো পর্যন্ত হিলারি ক্লিন্টন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ কিছু ইলেক্টোরাল ভোটে এগিয়ে। বিদেশি স্টুডেন্টের পাশাপাশি ক্লাসে ছিল বেশ কিছু আমেরিকান অর্থাৎ লোকাল স্টুডেন্ট। প্রফেসর এবং লোকাল স্টুডেন্টদের উচ্ছ্বাস দেখে আমি বুঝতে পারলাম যে তারা সবাই চান যেন হিলারি ক্লিন্টন জয়ী হন। নির্বাচনের ফলাফল আসতে থাকল এবং আমাদের ক্লাসে নির্বাচন নিয়ে আলোচনাও জমে উঠল। আলোচনার একপর্যায়ে আমি বললাম, ডোনাল্ড ট্রাম্প উইল উইন (ডোনাল্ড ট্রাম্প জিতবেন)। এ কথা শুনে প্রফেসর এবং ক্লাসের সবাই বিশেষ করে লোকাল স্টুডেন্টরা একটু অবাকই হলেন, কিন্তু আমাকে কেউ কিছু বললেন না। বিস্তারিত পরুন…

Our Visitor

000358
Views Today : 3
Views Last 7 days : 17
Views Last 30 days : 71
Total views : 1166

Copyright © 2025 southasiainitiatives.org

Media inquiries: sai@southasiainitiatives.org

Scroll to Top